ঢাকা, শুক্রবার, ১০ মে, ২০২৪

দুর্বল আলাভেসের বিপক্ষে বার্সার হোঁচট

এল ক্লাসিকোতে হারের পর ক্লাব সভাপতির পদ থেকে হোসে মারিয়া বার্তামেউয়ের পদত্যাগ করায় বার্সেলোনা সমর্থকদের ভেতর আনন্দের ঢেউ বয়ে গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আর্থিক সংকটের কারণে দলটি দেউলিয়া হয়ে যেতে পারে এমন খবর গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ৩০ শতাংশ হারে কম বেতন নেয়ার ব্যাপারে ফুটবলারদের রাজি করাতে না পারলে নাকি ৩০ আগামী জানুয়ারিতেই কাতালান ক্লাবটিকে দেউলিয়া ঘোষণা করা হতে পারে। 


ঘোর অনিশ্চয়তাকে সঙ্গী করে নেয়া বার্সেলোনাকে যেন ভাগ্যদেবীও কঠিন পরীক্ষাতেই ফেলে দিয়েছে। দুর্বল প্রতিপক্ষ আলাভেসের বিপক্ষে ম্যাচের ৮০ শতাংশ সময় বলের দখল নিজের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ২৫ বার আক্রমণে উঠেও ১-১ গোলে ড্র করে লা লিগায় টানা ৪ ম্যাচ জয়শুন্য রোনাল্ড কোম্যানের দল তাদের চরম দুঃসময়কে যেন আরও দীর্ঘতর করেছে। 


জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগে  ২-০ গোলের জয় তুলে নেয়া বার্সেলোনা আলাভেসের মাঠে শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে সেই টনিক ধরে রেখেই খেলে গিয়েছে। যদিও প্রতিপক্ষের রক্ষণভাগ আর গোলরক্ষকের দারুণ দৃঢ়তায় সব ভেস্তে গেছে। নিজেদের মাঠে কাতালান ক্লাবটির বিপক্ষে ২০০১ সালে সর্বশেষ জেতা আলাভেস মনোযোগী ছিল রক্ষণে।


ম্যাচের ১৩ মিনিটে ক্লেমেট লেঙ্গেটের বাড়ানো বল আদায় করে সামনে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের বাইরে শট নিয়ে সুযোগ নষ্ট করেন নিজের ১৮তম জন্মদিনে মাঠে নামা আসু ফাতি। ২৩ মিনিটে মেসির অসাধারণ এক ফ্রি-কিক ঠিক গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে আলাভেসের ত্রাতা হন নাভারো হিমেনেস।


৩১ মিনিটের মাথায় গোলরক্ষক নেতোকে ব্যাকপাস দেন দলের হয়ে ৫৫০তম ম্যাচ খেলা জেরার্ড পিকে। কিন্তু লুইস রিয়োজা বল কেড়ে নিলে বার্সেলোনা গোলরক্ষক খেই হারিয়ে ফেলেন। ফলে রিয়োজা সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়িয়ে দেন। 


বিরতির পর ৬২ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আলাভেসের জোতা। দশজনের দলের বিপক্ষে পরের মিনিটেই বাম পায়ের ফিনিশিংয়ে ম্যাচে সমতা টানেন আঁতোয়ান গ্রিজম্যান। বাকিটা সময় বার্সেলোনা একের পর এক আক্রমণ করে গেলেও গোলের দেখা পায়নি। 

ads

Our Facebook Page